ঢাকা: সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তোলে রংপুরের পীরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২২ অক্টোবর) দিনগত রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি জানান, রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
পিএম/আরবি