ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরা হলো না পিংকির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরা হলো না পিংকির ফারজানা ইয়াসমিন পিংকি

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় গাড়ির চাপায় ফারজানা ইয়াসমিন পিংকি (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২২ অক্টোবর) রাতে ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী এলাকার রাসেল স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

ফারজানা ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা আমলীতলা গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে।  তিনি মোমেনশাহী ল কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন পিংকি। রাতে মোটরসাইকেলে ঢাকা থেকে ফিরছিলেন।  পথে ভালুকার কাঠালী এলাকার রাসেল স্পিনিং মিলের সামনে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে পিংকি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ওই গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এসময় আহত মোটরসাইকেল চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।