পটুয়াখালী: পটুয়াখালীতে মোটরসাইকেলের দুর্ঘটনায় রাজিব হোসেন নেগাবান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) রাতে পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজিব বরিশাল জেলার বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নের চর গজালিয়া গ্রাম এলাকার বাসিন্দা শাহ আলম নেগাবানের ছেলে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূরুল আমিন বলেন, রাতে বরগুনা থেকে বাকেরগঞ্জ যাওয়ার পথে পূর্ব হেতালিয়া বাধঘাট এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় রাজিব ও সাইদুল ইসলামকে (২৭) উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক রাজিব হোসেনকে মৃত্যু ঘোষণা করেন। সাইদুলকে পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজিবের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এনএইচআর