ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম শুভ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শুভ খুলনা সোনাডাঙ্গা উপজেলার বাদলগাছি গ্রামের মফিজুল ইসলামের ছেলে। পরিবার নিয়ে যাত্রাবাড়ী শেখদি ৪ নম্বর গলির মানিক মিয়ার বাড়িতে থাকতো।
শুভর বাবা মফিজুল ইসলাম জানান, যাত্রাবাড়ী ফলের আড়তে ব্যবসা করত শুভ। পাশাপাশি স্যানিটারি মিস্ত্রির কাজও করতে। রাতে কখন বাসা থেকে বের হয়েছে জানিনা। আনুমানিক রাত তিনটার দিকে খবর পাই যাত্রাবাড়ী শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে গাড়ি চাপায় আহত হয়েছে সে। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই।
এদিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, রাত দুইটার দিকে শনিরআখড়া ফুট ওভার ব্রিজের নিচে রাস্তা পার হবার সময় ঢাকাগামী কোন যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে ছিলো সে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শুভর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এজেডএস/এনএইচআর