ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিএফইউজে নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
রাজশাহীতে বিএফইউজে নির্বাচনের ভোটগ্রহণ চলছে

রাজশাহী: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন-২০২১ এর ভোটগ্রহণ শুরু হয়েছে রাজশাহীতে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়।

একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবার ঢাকাসহ সারাদেশে ১০ অঙ্গ ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সহ-সভাপতি পদে শিবলী নোমান, যুগ্ম-মহাসচিব পদে জাবিদ অপু ও রাশেদ ইবনে ওবায়েদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে আসাদুজ্জামান আসাদ, বদরুল হাসান লিটন ও শরীফ সুমন। তবে রাজশাহীতে যুগ্ম-মহাসচিব পদে সৌরভ হাবিব প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের আগে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এবারের নির্বাচনে রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ৬৭ জন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী গিয়াস ও তৈয়বুর রহমান।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।