ঢাকা: দেশি ও বিদেশি অস্ত্রসহ শাহীরুল ইসলাম সিকদার নামে এক প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৩ অক্টোবর) রাজধানীতে বিশেষ এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে বিকেল ৪টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
র্যাব সূত্র জানায়, প্রতারক শাহীরুল নিজেকে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান বলে পরিচয় দিতেন। এছাড়াও তিনি সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। বিভিন্ন সময় তিনি অস্ত্র দেখিয়ে ভয়ভীতিও দেখাতেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক শাহীরুলকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসজেএ/আরআইএস