ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বন্যা, নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ২৩০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম হলকক্ষে এ সহায়তা দেওয়া হয়।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, প্রকৌশলী রফিকুল ইসলাম, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, ময়না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির মো. সেলিম, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, সুবিধাভোগী নূর মোহাম্মদ প্রমুখ।
সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসানের পরিচালনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা রহমান, বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তারা, বোয়ালমারীর সব ইউপি চেয়ারম্যান, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় ৫০ জন অসহায় দুস্থ পরিবারকে ৫০ বান্ডিল ঢেউটিন, ৭০ পরিবারকে গো-খাদ্য ও ১১০ পরিবারের মধ্যে শুকনো খাবার চাল, ডাল, চিনি, তেল, লবন বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসআরএস