কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার তিনদিন পর কৃষক বদিউজ্জামানের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হালিম বাংলানিউজকে জানান, গত বুধবার (২০ অক্টোবর) দুপুরে তিস্তার চরজুয়ান সতরা এলাকা থেকে গরুর জন্য ঘাস নিয়ে বাড়ি ফেরছিলেন বদিউজ্জামান। পথে নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে তিনি ডুবে যান। শনিবার সকালে মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে তার মরদেহ মেলে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এফইএস/এসআরএস