চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে ২০ মাদকসেবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়।
বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫ এচাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
আটকরা হলেন- মো. মোকলেছ (৩৬), মো. রবিউল ইসলাম (২৩), মো. সেলিম রেজা (৩২), মো. সোহাগ আলী (৩৬), মো. সেকেন্দার আলী (৪০), মো. জসিম উদ্দিন (৩২), মো. আব্দুস সাত্তার (৬২), মো. রাহিম (২৫), মো. রজব আলী (২৬), মো. লাল চাঁদ আলী (২৬), মো. ফয়জুল ইসলাম (২৩), মো. শরিফুল ইসলাম (৫৫), মো. লিটন আলী (২১), মো. জামাল উদ্দিন (৩৮), মো. জামিরুল ইসলাম (৪৫), মো. ডালিম (৩০), মো. মানিক (৩৬), মো. মোশারফ হোসেন (৪৫), মো. পলাশ (২৫) ও শ্রী অজিত কুমার (৫৫)।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে তেঁতুলতলা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় মদসহ ওই ২০ মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসআরএস