ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘সরকার মুখে যা বলে তাই বাস্তবায়ন করে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
‘সরকার মুখে যা বলে তাই বাস্তবায়ন করে’

পঞ্চগড়: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বিগত সরকারগুলো দেশে কোনো উন্নয়ন করেনি। বর্তমান সরকার মুখে যা বলে তাই বাস্তবায়ন করে।

বিগত সরকারগুলো শুধু তাদের নিজের উন্নয়ন করেছে। তাই তারা আন্দোলনে ভয় পায়। মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয় না। জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে করতোয়া নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে মাড়েয়া বামনহাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ সরকারের আমলে কোনো মানুষ না খেয়ে মরবে না। মানুষের যে মৌলিক অধিকার তার সবকিছু সরকার পূরণ করছে। বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে থাকার জন্য। এটাই হলো স্বাধীনতার মূলমন্ত্র। আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করবো। দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবো। তবে দেশের মানুষ ভাল থাকলেও একটি মহল উন্নয়ন চায় না। তাই তারা ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে সর্তক থাকতে হবে।

বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। মানুষ এখন আর বসে নেই, নিজেরাই উদ্যোক্তা হচ্ছে। সরকার এসব উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে খাদ্য উৎপাদন, বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য স্বাধীনতা বিরোধীরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

এ সময় বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, মাড়েয়া বামনহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার রেজাউল করিম শামিম, বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মউর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রীদ্বয় আউলিয়ার ঘাটে করতোয়া নদীর ওপর ২০০ কোটি টাকায় নির্মিতব্য ব্রিজের প্রস্তাবনা স্থান পরিদর্শন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুজ্জামান, প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।