ঢাকা: প্রথম বাংলাদেশি হিসেবে ইয়ুথ ইকোপ্রেনিয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ইকোভেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সানজিদুল আলম সিবান শান। তিনি 'নবায়নযোগ্য শক্তি এবং শক্তি দক্ষতা' ক্যাটগরিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
ইয়ুথ ইকোপ্রেনিয়ার অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন। জার্মানি ভিত্তিক ওয়াইই কমিউনিটি এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার নিয়মিতভাবে এই পুরষ্কারের আয়োজন করে।
অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ জানায়, সকল আবেদনের মধ্য থেকে ৬৫০ জনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এই পর্যায়ে ইকোভেশন বাংলাদেশের (পূর্ব নাম লিটার অফ লাইট বাংলাদেশ) পক্ষ থেকে সানজিদুল আলম সিবান শানের প্রোফাইল প্রযুক্তি বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। বিশেষজ্ঞরা প্রোফাইল এবং আবেদনের পর্যালোচনা করে নাম্বার দিবেন এবং তার উপর ভিত্তি করে পরবর্তী মূল বিজয়ী নির্বাচন করা হবে।
প্রসঙ্গত, ইকোভেশন বাংলাদেশ একটি উদ্ভাবনী গবেষণাভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান। 'উদ্ভাবনই পারে যে কোনো সামাজিক সমস্যার স্থায়ী সমাধান করতে' চিন্তাধারা থেকে ২০১৫ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এটি একইসঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে কাজ করছে। এই সংস্থার উদ্ভাবিত সোলার লাইট বিনামূল্যে আলোকিত করেছে ৯০ হাজার মানুষের জীবন।
রোহিঙ্গা ক্যাম্পে তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে রোহিঙ্গা এবং স্থানীয় তরুণদের স্বনির্ভর করার প্রোগ্রামের আওতায় সোলার লাইট তৈরি শেখাচ্ছে, যেন তারা লাইট তৈরি করে ক্যাম্পে বিক্রি করে উপার্জন করতে পারে। এছাড়া প্রজেক্ট লাইটগিভার এবং সোলারপ্রেনেয়ার প্রকল্পের মাধ্যমে দুই হাজার ৭৫০ মেট্রিক টন কার্বন নিঃসরণ হ্রাস করা সম্ভব যেখানে বাংলাদেশে ১৮ কোটি ৮৫ লাখ মানুষ কেরোসিন বাতি ব্যবহার করে যা প্রতি বছর ৪৫ হাজার টন কার্বন উৎপাদন করে।
উল্লেখ্য, ইয়ুথ ইকোপ্রেনিয়ার অ্যাওয়ার্ড বিশ্বের স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য, যারা পরিবেশগত চ্যালেঞ্জের উদ্ভাবনী সমাধান দিতে কাজ করে। এই পুরস্কারটির লক্ষ্য হলো গ্রীন ইকোনমি নিয়ে কাজ করার জন্য তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত এবং সক্রিয় করা।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এইচএমএস/কেএআর