ঢাকা: কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শনিবার (২৩ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গত বৃহস্পতিবারের (২১ অক্টোবর) সহিংসতার তীব্র নিন্দা জানাই। শরণার্থী সংকটের শুরু থেকেই আমরা আশ্রয়দাতা ও রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে ক্যাম্প সবার জন্য নিরাপদ রাখতে কাজ করে চলেছি।
শুক্রবার (২২ অক্টোবর) রোহিঙ্গা ক্যাম্পে গুলির ঘটনায় সাতজন নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
টিআর/আরবি