ঢাকা: রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার একটি ফার্নিচার ও একটি কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
শনিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে বাড্ডা সাতারকুল জিএম বাড়ি এলাকায় একটি সাততলা ভবনের নিচতলার দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ জানান, সাতারকুল জিএম বাড়ি এলাকায় ফার্নিচার ও কেমিক্যালের দু’টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
পিএম/এমআরএ