ঢাকা: রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার একটি ফার্নিচার ও একটি কেমিক্যালের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে বাড্ডা সাতারকুল জিএম বাড়ি এলাকায় একটি বহুতল ভবনের নিচতলার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস জানায়, ভবনটির নিচতলায় জ্যোতি লিকার স্টোরে কেমিক্যাল থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে ভবনের ২য় তলায় কাপড়ের দোকান ও ৩য় তলার ইলেকট্রনিক ওয়ার্কসপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ জানান, সাতারকুল জিএম বাড়ি এলাকায় ফার্নিচার ও কেমিক্যালের দোকানে লাগা আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়েছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
পিএম/এমআরএ