ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চালনায় বেড়িবাঁধে ব্যাপক ভাঙন, চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
চালনায় বেড়িবাঁধে ব্যাপক ভাঙন, চলাচল বন্ধ

খুলনা: দাকোপের চালনা পৌর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে খলিশা মেইন রোড দিয়ে চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে পৌরসভার খলিশা স্লুইচ গেটের দক্ষিণ পাশে এরই মধ্যে ১০০ মিটার বাঁধ ভেঙে পশুর নদে বিলীন হয়ে গেছে। পশুর নদের প্রবল স্রোত ও ঢেউয়ে ভাঙন দ্রুত বাড়ছে। যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত স্থান বিলীন হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নতুন করে ভাঙনের আশঙ্কায় নদের পাশে বসবাসকারী অনেকে তাদের ঘরবাড়ি ও স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

জানা গেছে , চালনা পৌরসভার ১নং ওয়ার্ডের বড় খলিশা এলাকার বেড়িবাঁধে বৃহস্পতিবার (২১ অক্টোবর)  রাত থেকে ভয়াবহ ফাটল ধরায় নদী তীরবর্তী স্থানীয় জনসাধারণ চরম আতঙ্কে রয়েছেন।

স্থানীয়রা জানান, বাঁধটি নদীগর্ভে বিলীন হলে চালনা পৌরসভার ৯টি ওয়ার্ড, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্কুল কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও কয়েক হাজার বসতঘর বাড়ি প্লাবিত হবে।

রোববার (২৪ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দা মো. মামুন সরদার বাংলানিউজকে বলেন, বেড়িবাঁধের অবস্থা ঝুঁকিপূর্ণ। ১ নম্বর ওয়ার্ডের খলিশা মেইন রোডের প্রায় ৭৫ গজ ভেঙে গেছে। চালনা-খলিশা মেইন রোডে চলাচল বন্ধ রয়েছে। আতঙ্কে রাতের ঘুম নেই এলাকাবাসীর। পানি ঢুকে পড়লে কয়েকশ বিঘার আমন ধান নষ্ট হবে, তিন থেকে চারশ পরিবারের দেড় হাজারের মতো মানুষ নি:স্ব হবে।


চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, খলিশা এলাকায় পাউবোর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ধরেছে। ইতোমধ্যে ১০০ মিটার ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। আরও ১০০ মিটার বিলীন হওয়ার পথে। বাঁধের অবস্থা খুবই খারাপ। যদিও এরই মধ্যে পাউবো ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।