সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোর নদী থেকে অজ্ঞাতপরিচয় (৪২) এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার চার সাতবাড়িয়া এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জানান, উজান থেকে কচুরিপানার মধ্যে জড়ানো অবস্থায় মরদেহটি ভাসতে ভাসতে সাতবাড়িয়া এলাকায় আসে। মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রোববার (২৪ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে মাথা কেটে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসআই