ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হৃদয় (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) সকালে গোমস্তাপুর-রহনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে মো. অনিক নামে (১৯) মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

হৃদয়ের আত্নীয় বেলাল উদ্দিন জানান, হৃদয় গোমস্তাপুর থেকে রহনপুরে যাওয়ার পথে নিমতলা কাঁঠাল নামক স্থানে সিএনজি'র সঙ্গে সংঘর্ষে লেগে ঘটনাস্থলে নিহত হয়েছে। এছাড়া অনিককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক মো. জালাল উদ্দিন জানান, এটি একটি সড়ক দুর্ঘটনা। আর নিহতের পরিবারের কোন দাবি না থাকায় মরদেহের সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে সিএনজি চালক পলাতক রয়েছে আর সিএনজিটিকে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এনএইচআর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।