কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর পৌরসভার মহেশের বাজার এলাকায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানজিদ ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে সাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিদ উলিপুর পৌরসভার নিজাইখামার গ্রামের মৃত বক্তার আলীর ছেলে এবং বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, নিজাইখামার গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার সকাল ৭টার দিকে সাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল তানজিদ। পথে উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় বালু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সাইকেল থেকে রাস্তায় ছিটকে পরেন তিনি। এ সময় ট্রাকটির পেছনের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তানজিদ।
উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, স্থানীয় জনপ্রতিনিধিসহ আমরা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এফইএস/কেএআর