ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  

সোমবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ মোটরসাইকেল আরোহী।

নিহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আকুব্বার আলীর ছেলে মারুফ (১৭) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজিব (১৮)।  

আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজমদ্দীন কেসলু (৩৫), আঠারখাদা গ্রামের বিজয় কুমারের ছেলে তপন কুমার (৩৫) ও সদর উপজেলার কুঁকিয়া চাঁদপুর গ্রামের কুরবান আলীর ছেলে শাহীন (২২)।

স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়ামারা ব্রিজের অদূরে পটলার পীর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয় দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল। দুর্ঘটনায় তিনটি যানের পাঁচ যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। হাসপাতালে নিলে এর মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার পর জরুরি বিভাগে একজনের মৃত্যু হয়। পরে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। আহত তিনজন এখনও শঙ্কামুক্ত নয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন পুলিশি হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।