বাগেরহাট: নানাভাবে ধর্মকে ব্যবহার করে সংখ্যালঘুদের ওপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। কুমিল্লার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের অংশ।
শারদীয় দুর্গা পূজায় বিভিন্ন মণ্ডপ ও সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা এ দাবি করেন।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে জেলা জজ আদালত চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আইনজীবী সমিতির সদস্য সৈয়দ জাহিদ হোসেন, মিলন কুমার ব্যানার্জী, সেলিম আজাদ, অজিয়ার রহমান পিকলু, সমর দত্ত, মোসলেম উদ্দীন, ফকির নওরেশুজ্জামান লালন, সুমন সিংহ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাগেরহাট জেলা আইনজীবীর শতাধিক সদস্যরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এনটি