ঢাকা: নারায়নগঞ্জের ফতুল্লায় রড কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫অক্টোবর) বেলা ১২টার দিকে ফতুল্লা পাগলা একটি রড কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রকিরা হলেন, বিল্লাল হোসেন (২৫), আরিফ (২৭), আব্দুল আলী (২৬), সোহেল (৩৫) ও লিটন (৩৬)।
দগ্ধদের সহকর্মী রুবেল ভাণ্ডারি বলেন, তাদের কারখানা ফতুল্লা পাগলা রসুলপুরে অবস্থিত। সকালে শ্রমিকরা কারখানার ভেতরে ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিল। হঠাৎ বিকট আওয়াজে ভাট্টি বিস্ফোরণ হয়। এতে গলিত লোহার তরল পদার্থ এই শ্রমিকদের শরীরে পড়লে তারা দগ্ধ হয়।
রুবেল আরও জানান, পরে দগ্ধ শ্রমিকদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধ সবাই পাগলা রসুলপুর এলাকাতেই থাকেন।
শেখ হাসিনা জাতিয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, নারায়নগঞ্জ থেকে দগ্ধ রোগীরা হাসপাতালে এসেছেন, এদের মধ্যে বিল্লাল হোসেন ২০শতাংশ, আরিফের ১১ শতাংশ, আব্দুল আলী ৫২, সোহেল ১৩ ও লিটনের ১৪শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এজেডএস/এসআইএস