ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কর্ণফুলী মাল্টিপারপাস পরিচালকসহ আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
কর্ণফুলী মাল্টিপারপাস পরিচালকসহ আটক ১০ ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ায় রাজধানীর পল্লবীর ‘কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ’ এর ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদসহ ১০ জনকে আটক করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ১১নম্বর নান্নু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আ.ন.ম ইমরান খান বলেন, এ বিষয়ে আজ (মঙ্গলবার) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টার কারওয়ান বাজারে আয়োজিত ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।