ঢাকা: রাজধানীর গাবতলী পর্বত সিনেমা হলের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুন্না (১৭) নামে এক পোশাক শ্রমিক আহত হয়েছেন। তিনি আমিন বাজার এলাকায় একটি পোশাক কারখানায় আয়রন ম্যান হিসেবে কাজ করেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডিউটি শেষ করে পায়ে হেঁটে মিরপুর দারুস সালাম লালকুঠি ফেরার সময় পর্বত সিনেমা হলের পাশে চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে মুন্নার কাছে থাকা ব্যাগ টানাহেঁচড়ার একপর্যায়ে ছিনতাইকারীরা তার পিঠে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্না জানান, চারজন ছিনতাইকারী মধ্যে একজন তার মুখ চেপে ধরে। তার কাছে থাকা ব্যাগ টানাহেঁচড়ার এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। তবে তার কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেনি তারা।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা গুরুতর। তার দ্রুত অস্ত্রোপচার লাগবে।
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, অক্টোবর ২৬,২০২১
এজেডএস/জেডএ