ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যালয়ের জমি দখল করে দোকান!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
বিদ্যালয়ের জমি দখল করে দোকান! ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে উপজেলা সদরের বালিকা বিদ্যালয়ের জমি দখল করে দোকান তৈরি করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (০৩ নভেম্বর) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় পৃথক অভিযোগ জানান।

জানা গেছে, বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবন সংলগ্ন জমি স্থানীয় পলাশ খান নামের এক যুবক দখল করে সেখানে রেস্টুরেন্ট ও ফলের দোকান স্থাপন করেন। এছাড়াও রাতের আঁধারে পাকা ভবন তৈরি করতে ইটের গাঁথুনি দিচ্ছেন। এ কাজে শিক্ষকরা বাঁধা দিলে তাদেরকে হুমকি দেন পলাশ। এর আগে পলাশ মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে সেখানে গেলে অভিযুক্ত পলাশকে পাওয়া যায় নি। ছাড়াও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৮৪০, নভেম্বর ৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।