ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে বাস খাদে পড়ে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
চরফ্যাশনে বাস খাদে পড়ে আহত ২০ ছবি: বাংলানিউজ

ভোলা:  ভোলার চরফ্যাশনে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের পানির কল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৩ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি দল।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরের দিকে চরফ্যাশন থেকে ইলশা পরিবহনের একটি বাস দক্ষিণ আইচার দিকে যাচ্ছিল। এ সময় ওই সড়কের পানির কল এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ২০-২৫ জন যাত্রী আহত হন।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে চরফ্যাশন ফায়ার সার্ভিস ও পুলিশ।

চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বশাক বাংলানিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসের ৩ যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল হাসপাতাল রেফার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।