খুলনা: বাল্যবিয়ে রোধে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাইয়ের পর বিয়ের আয়োজন করতে হবে। নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ সরকারের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে জেলা পর্যায়ের বার্ষিক কনসালটেশন অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনার স্থানীয় সরকার উপ-পরিচালক মো. ইকবাল হোসেন (উপ-সচিব) এসব কথা বলেন।
খুলনা প্রেসক্লাবে রূপান্তর পরিচালিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনগুলোকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। জেলার কেসিসি ও বিভিন্ন উপজেলা নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্ল্যাটফর্মের সদস্যরা ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নাগরিক নেতা, সাংবাদিক, শিক্ষক ও নারীনেত্রীরা সভায় অংশগ্রহণ করেন।
খুলনা জেলা উইমেন ব্রিগেডের আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।
এতে বিশেষ অতিথি ছিলেন উপ-প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ ও জেলা শিশু বিষয়ক কমকর্তা মো. আবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন রূপান্তর পরিচালিত জিবিভি প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস।
আরও বক্তব্য রাখেন- রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, খুলনা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, জেলা বিবাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আকন্দ, বিবাহ রেজিস্ট্রার এএইচএম জিনাত আলী, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, ফুলবাড়ী গেট হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম জুম্মান, খুলনা মহানগর প্ল্যাটফর্মের সদস্য সচিব অ্যাডভোকেট পপি ব্যানার্জী, দিঘলিয়া প্ল্যাটফর্মের সদস্য সচিব শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, নাগরিক নেতা প্রহ্লাদ জোদ্দার, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট নূরুন্নাহার পলি, খুলনা মহানগর প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক রীনা পারভীন, সাংবাদিক গাজী মনিরুজ্জামান, মাহবুব আলম প্রমুখ।
প্রসঙ্গত, ইউএসএইড এবং ইউকেএইডের আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তরের নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনগুলোকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
এমআরএম/এনএসআর