ঢাকা: সরকারি সেবার মানোন্নয়ন ৪র্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক এক কর্মশালার আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
বুধবার (০৩ নভেম্বর) দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উন্নয়নমূলক কাজসহ চলমান বিভিন্ন কর্মসূচির ওপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা, বাংলাদেশ ইনিস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের প্রশিক্ষনার্থীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, সকলকে শিল্প বিপ্লবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে উন্নত প্রযুক্তিকে আত্মস্থ করতে হবে। যাতে এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই-এর ইনোভেশন এক্সপার্ট ফারুক আহমেদ জুয়েল।
এছাড়া আলোচনা পর্বে উপস্থিত ছিলেন বিআইজিএম-এর প্রোগ্রাম ডিরেক্টর বনিক গৌর সুন্দর, মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব জনাব মো. শহিদুল ইসলাম চৌধুরী, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিঃ এর ভাইস প্রেসিডেন্ট মিজ্ শিরিন শারমিন।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩,২০২১
এসএমএকে/এসআইএস