মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সিরাজদিখান থানার প্রবেশমুখে প্রতিপক্ষ জহিরের ছুরিকাঘাতে নূর হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে সিরাজদিখান থানা প্রবেশ গেটের মুখে এ ঘটনা ঘটে বলে আহত নূর হোসেন নিজেই অভিযোগ করেন।
মুন্সীগঞ্জ সিরাজদিখান রামকৃষ্ণদি গ্রামের সিদ্দীক মিয়ার সন্তান নূর হোসেন। তিনি পেশায় ইট ব্যবসায়ী।
আহত নূর হোসেন বাংলানিউজকে জানান, বাবার নিখোঁজের বিষয়ে জিডি করতে আমিসহ কয়েকজন সিরাজদিখান থানায় যাচ্ছিলাম। থানার প্রবেশমুখে আগে থেকেই ওৎ পেতে থাকা জহির তার লোকজনদের নিয়ে আমার মাজায় ছুরিকাঘাত করেন।
তিনি আরও জানান, জহির সিরাজদিখান এলাকায় নিজে একাই ব্যবসা করতে চান। অন্য কাউকে সেখানে ব্যবসা করতে দিবেন না তিনি। এ নিয়ে গত দেড় বছর ধরে দ্বন্দ্ব চলছিল। এ কারণে থানার গেটের সামনে এসে আমাকে ছুরিকাঘাত করে। পরে আমি জানতে পারি আমার ৯০ বছরের বৃদ্ধ বাবাকে জহির জিম্মি করে আমার বিরুদ্ধে তাকে দিয়ে থানায় জিডি করতে চেয়েছিল।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জহির ও নূর হোসেন তারা উভয়েই নিকটতম আত্মীয়। দীর্ঘদিন ধরে নানা কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ কারণে আজকে সিরাজদিখান বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে এক গ্রুপ থানায় এলে আমি বলি যে একটা অভিযোগ দিতে। এরইমধ্যে থানার সামনে নূর হোসেনকে বা কারা ছুরিকাঘাত করে। আহতরা অভিযোগ করেছেন, জহির তাকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করেন। এ কারণে জহিরকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছে। আর আহত ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নূর হোসেনের পিছনে ছুরিকাঘাতের চিহ্ন আছে, তবে তার অবস্থা গুরুতর নয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এজেডএস/এনটি