ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাবাডিতে চ্যাম্পিয়ন ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
কাবাডিতে চ্যাম্পিয়ন ডিএমপি কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ায় ডিএমপির উল্লাস। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২১ এর শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ জেলাকে ৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ম্যাচে নারায়ণগঞ্জ ৩২ পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্টের রানারআপ হয়।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ডিএমপির শরিফ মিয়া ও নারায়ণগঞ্জের মিজান, বেস্ট ক্যাপচার ও ফাইনালে খেলার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ডিএমপির আরিফ রব্বানী। বুধবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্স মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সভাপতি মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা একটি সুশৃংখল বাহিনীর সদস্য। খেলায় প্রতিযোগিতা থাকবে কিন্তু দিন শেষে আমরা সবাই ভাই-ভাই। আমরা এক ভাই আরেক ভাই বিপদে পাশে দাঁড়াবো, খেলায় আরেক ভাইকে আমরা উৎসাহ দেবেন। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও পরস্পরের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয় সেটির কোন তুলনা নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন প্রমুখ। এর আগে, বিকেলে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২১ ফাইনাল ম্যাচের শুরুর দিকে নারায়ণগঞ্জ জেলা খেলার পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের বিরতিতে যাওয়ার আগেই ডিএমপির অধিনায়ক মাসুদ করিম গুরুতর আহত হয়ে হাসপাতালে যায়। ডিএমপির কাবাডি দলের খেলোয়াড়রা শোককে শক্তিতে রূপান্তরিত করে খেলায় প্রতিযোগিতা চালিয়ে যেতে থাকে। প্রতিযোগিতামূলক এই ম্যাচে নারায়ণগঞ্জ জেলাকে ৩  পয়েন্টের ব্যবধানে ৩৫ পয়েন্ট নিয়ে জয়লাভ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।