রাজশাহী: রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরের শীতকালীন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
জাদুঘরের পরিচালক প্রফেসর ড. এআরএম আব্দুল মজিদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘরের শীতকালীন সময়সূচি পরিবর্তিত হয়েছে। ১ নভেম্বর থেকে চালু হয়েছে নতুন এই সময়সূচি। আগামী ৩১ মার্চ পর্যন্ত বরেন্দ্র গবেষণা ও গবেষণা গ্রন্থাগারের সময়সূচি পরিবর্তিত হয়েছে। এখন শনিবার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে বৃহস্পতি ও শুক্রবার।
এছাড়া সরকার ঘোষিত ও বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিনে জাদুঘর স্বাভাবিক নিয়মে বন্ধ থাকবে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এসএস/এনএসআর