ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিক নিহত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিক নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনালে ট্রাকের ধাক্কায় ৩ পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে ১ জন ঘটনাস্থলে ও ২ জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বুধবার সন্ধ্যায় (৩ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।    

নিহতরা হলেন- পরিবহন শ্রমিক নিয়ামতপুর জুম্মাপাড়ার জাহাঙ্গীর আলম (৪০), শহরের কুন্দল এলাকার রবিউল ইসলাম (৪৫) ও শহরের শ্বাসকান্দর এলাকার  মো. আলম (৪৮)।    

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে আসা একটি ট্রাক ব্রেক ফেল করে শ্রমিকদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১ জন ও হাসপাতালে নেওয়ার পথে ২ জন প্রাণ হারান।    

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে।

ট্রাফিক পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরী জানান, ঘাতক ট্রাকটিকে (ঢাকা ড ১১-২১১৯) ধাওয়া করে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মজিবুদৌলা জকি জানান, নিহতদের মধ্যে দুইজন চেইন মাস্টার এবং একজন সদস্য।

তারা বগুড়াগামী বাসগুলোতে চেইন মেইনটেন করে থাকে। রংপুর থেকে আসা ট্রাকটি ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।