নারায়ণগঞ্জ: রূপগঞ্জের চনপাড়া নোয়াপাড়া ঘাটে শীতলক্ষ্যা নদীতে ২০ যাত্রীসহ ডুবে গেছে নৌকা। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার (৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিখোঁজরা দুইজন হলেন- চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে চিটতি (১৭) ও তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০)।
চনপাড়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান, ২০ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলে ১৮ জন সাঁতরে তীরে উঠে এসেছেন। তবে ২ জন নিখোঁজ রয়েছেন বলে অন্য যাত্রীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে, এখনও তারা এসে পৌঁছায়নি।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
এমএমজেড