নাটোর: নাটোরের লালপুরে মতিউর রহমান মতি (৫০) নামে এক ইউপি সদস্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) সকালে দুয়ারিয়া ইউপির মাঝগ্রাম রাস্তার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মতিউর উপজেলার দুয়ারিয়া ইউপির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে স্থানীয়রা মতিউরের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক করণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
জেডএ