ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে স্বর্ণালংকারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
ঝিনাইদহে স্বর্ণালংকারসহ আটক ২

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ২ কেজি ১৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ আব্দুল্লাহ রোমান (১৮) ও সিদ্দিকুর রহমান (২৭) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন, নারায়নগঞ্জ জেলার সোনার গাঁও গ্রামের শাহা আলমের ছেলে আব্দুল্লাহ রোমান ও কুমিল্লা জেলার তিতাস উপজেলার ফরিদপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে স্বর্ণালংকার নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। এমন খবরের ভিত্তিতে পুলিশ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে ২ কেজি ১৪৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।