ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে অনাথ আশ্রমে ব্রিটিশ হাইকমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
শ্রীপুরে অনাথ আশ্রমে ব্রিটিশ হাইকমিশনার

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় অনাথ আশ্রম ‘শিশুপল্লী প্লাস’ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।  

শনিবার (৬ নভেম্বর) সকালে শিশুপল্লী প্লাসে যান তিনি এবং দুপুর পর্যন্ত সেখানে অবস্থান করেন।

 

সেখানে তিনি স্থানীয় একটি বিদ্যালয় ও শিশুপল্লী প্লাসের আশ্রিতদের মধ্যে ক্রিকেট ম্যাচ উপভোগ করেন। তিনি ওই প্রতিষ্ঠানের বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা ব্যবস্থার খোঁজখবর নেন। পরে তিনি ক্যাম্পাসে থাকা বিভিন্ন ট্রেড ও হস্তশিল্প দেখে শিশুদের সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন। মা ও শিশুদের আশ্রয়ে রেখে তাদের জন্য ভালো কিছু করা হচ্ছে দেখে তিনি আনন্দিত হন।  

এ সময় উপস্থিত ছিলেন শিশুপল্লী প্লাসের প্রতিষ্ঠাতা পেট্রিসিয়া ভিভিয়ান কার, শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার, স্থানীয় তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।