গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে ছাবদেল হোসেন মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাবদেল উপজেলার বেড়া গ্রামের বাসিন্দা।
হলদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী বাংলানিউজকে বলেন, যমুনা নদীর তীর রক্ষা প্রকল্পে বালু সরবরাহ করা নিয়ে স্থানীয় রাজু গ্রুপ এবং রফিকুল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান ছাবদেল। এ সময় তাকে কে বা কারা উঁচু বাঁধ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছাবদেলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনএসআর