পিরোজপুর: পিরোজপুর পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের ব্রাক্ষণকাঠী এলাকায় এক নারীকে উত্যাক্ত করাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী আ. জব্বার কাজী।
জব্বার জানান, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী গ্রামের আসলাম দরানী তার বিবাহিতা মেয়েকে বিয়ের জন্য উত্যাক্ত করে আসছিল। কিন্তু তিনি রাজী না হওয়ায় শনিবার (০৬ নভেম্বর) তার বাড়ির সামনের চা দোকানে আসলাম ও তার দুই ভাই আহসান দরানী ও আকবর দরানীসহ একটি দল তার ওপর হামলা চালায়। তাকে কিল ঘুষি মেরে আহত করে। এর আগে শুক্রবার (৫ নভেম্বর) রাতে তার বাড়িতেও হামলা চালায় তারা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
কেএআর