ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দাওয়াত খেয়ে হাসপাতালে অর্ধশতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
দাওয়াত খেয়ে হাসপাতালে অর্ধশতাধিক

ফেনী: ফেনীর সোনাগাজীতে বিয়ের দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় ১২০ জন অসুস্থ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

শনিবার (০৬ নভেম্বর) বিকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের এক বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বরের মামা দুলাল হোসেন দাওয়াত খেয়ে উভয় পক্ষের প্রায় ১২০জনের অসুস্থ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসুস্থদের মধ্যে ৫০জনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বাড়িতে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ ভর্তিকৃতদের মধ্যে ৫জন অন্ত:স্বত্ত্বা নারী, ১০জন শিশু, ২০ জন বৃদ্ধ, ৫জন বৃদ্ধা ও ১০জন যুবক রয়েছে।

জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের আবুল মালেকের ছেলে আমিনুল ইসলামের সঙ্গে মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের এরশাদ উল্যাহর কন্যা রিয়া আক্তারের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে বাড়িতে ১৫০জন বরযাত্রী ও কনে পক্ষের সদস্যসহ দু'পক্ষের প্রায় ৩০০জন লোককে দুপুরের খাওয়ার খাওয়ানো হয়। এতে দুপুর গড়িয়ে বিকাল থেকে অধিকাংশ লোকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়।

পরে ওই দিন রাতে ডায়রিয়া ও পেট ব্যথায় গুরুত্বর অসুস্থ সিরাজুল ইসলাম, প্রিয়া আক্তার, আংকুরের নেছা, কহিনুর রৌশন আরা, এরশাদ উল্যাহ, জাহানারা বেগম, মো. এয়াছিন, আয়েশা আক্তার, ইভা আক্তার, রবিউল হক, রিমা আক্তার, সাব্বির আহমেদ, জেরিন আক্তার, মো. সজিব,  হেলাল উদ্দিন, মুন্নী আক্তার, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, নূরনবী, পলাশ ও আবুল কাসেম সহ ৫০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে অনেকে পিকআপ ভ্যানে করে হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাওয়াত খেয়ে দু'পক্ষের প্রায় ১২০জন লোক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। কনের পিতার বলেছেন বাবুর্চির কথামত পণ্য কিনে খাবারের আয়োজন করা হয়েছিলো। তারপরও বিষক্রিয়ার তিনিসহ অনেকগুলো লোক অসুস্থ হয়ে পড়েছেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. উৎপল দাশ বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বেশকিছু লোক সোনাগাজী হাসপাতালে ভর্তি হয়েছে। বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।