ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
বরগুনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

বরগুনা: বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামে পুকুরের পানিতে ডুবে নুসরাত (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

 নুসরাত সৌদি প্রবাসী মো. আইউব আলী হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানায়, বিকেলে দীর্ঘক্ষণ নুসরাতকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করে স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটিকে ভাসমান ও নিথরাবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে বরগুনা জেনারেল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।