বরগুনা: বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামে পুকুরের পানিতে ডুবে নুসরাত (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে দীর্ঘক্ষণ নুসরাতকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করে স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটিকে ভাসমান ও নিথরাবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে বরগুনা জেনারেল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এসআরএস