ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আগুনে পুড়ল রামুর ৬ বসতবাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
আগুনে পুড়ল রামুর ৬ বসতবাড়ি

কক্সবাজার: কক্সবাজারের রামুর চাকমারকুল ইউনিয়নের আলী হোছাইন সিকদারপাড়ায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতবাড়ি পুড়ে গেছে।  

শনিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি পরিবার।  

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- নুরুল হাসান, আবু হানিফ, ফয়েজ উল্লাহ, মো. ইসমাইল, মো. কালু, ছুরত আলম ও জহুর আলম।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম জানান, মতিউর রহমানের বাড়ি বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাড়িগুলো সেমিপাকা ও কাঠের তৈরি হওয়ার আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
 
রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা বলেন, অগ্নিকাণ্ড শুরুর সময় তিনি ওই এলাকার পাশে কলঘর বাজারে ছিলেন। খবর পেয়েই তিনি ফায়ার সার্ভিসকে জানান এবং সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
 
ইউএনও আরও বলেন, আগুনের তীব্রতা বেশি ছিল। তাই ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টা সত্ত্বেও বাড়িগুলোকে রক্ষা করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন, কম্বলসহ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।
 
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা সবাই দরিদ্র। এলাকাবাসী এসব পরিবারের পাশে সহায়তার হাত প্রসারিত করতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান।  

ইউএনও ছাড়া রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানি, সাবেক চেয়ারম্যান মুফিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
এসবি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।