ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মঘটে গাবতলীতেই বন্ধ ৯০ রেস্তোরাঁ! 

জি এম মুজিবুর, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
ধর্মঘটে গাবতলীতেই বন্ধ ৯০ রেস্তোরাঁ! 

ঢাকা: দুই দিনের পরিবহন ধর্মঘটের কারণে গাবতলীর বাস টার্মিনালের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ অন্তত ৯০টি খাবার রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।

শনিবার (৬ নভেম্বর) সরজমিনে গিয়ে কাবার রেস্তোরাঁগুলো বন্ধ পাওয়া যায়।

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সারা দেশের বাস, ট্রাক, কাভারভ্যান মালিকরা ধর্মঘট পালন করছে। এ ধর্মঘটের কারণে যোগাযোগ ব্যবস্থা এখন একেবারে নাজুক অবস্থা। স্বাভাবিক অবস্থায় রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে হাজার লোকের যাতায়াত থাকে। বিভিন্ন জেলার থেকে মানুষ আসে তাদেরকে কেন্দ্র করে টার্মিনালগুলোর আশেপাশে তৈরি হয়েছিলো ভ্রাম্যমাণ রোস্তরাঁ। তবে ধর্মঘটের কারণে টার্মিনাল বন্ধ থাকায় এখন বেচাকেনা নেই রেস্তোরাঁগুলোতে।

গাবতলীর ভ্রাম্যমাণ রেস্তোরাঁ মালিক মো. আব্দুল হাকিম (৪২) বাংলানিউজকে বলেন, গাবতলী এলাকায় বিগত ৩০ বছর যাবত থাকছি। ১২ বছরের যাবত এ রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিদিন হোটেলে ১৪ থেকে ১৫ হাজার টাকা বেচাকেনা হয়। কিন্তু ধর্মঘটের কারণে শুক্রবার মাত্র ২ হাজার টাকা বেচাকেনা হয়েছে।

এছাড়া যে খাবার রান্না করা হয়েছিলো । তা বিক্রি করতে না পারায় সব নষ্ট হয়ে গেছে। এভাবে যদি এক সপ্তাহ চলে তাহলে ব্যবসার সঙ্গে আমাদেরও শেষ হয়ে যেতে হবে।

বেচাকেনা নাই গাড়ি বন্ধ তারপরও আপনি রান্না করছেন কেন? এমন প্রশ্নে তিনি বলেন, বাসের কর্মীরা বেশিভাগ সময় টার্মিনালে থাকেন। যদি রেস্তোরাঁগুলোতে রান্না না করা হয় তাহলে তাদের খাওয়ায় অসুবিধা হয়। তাছাড়া আমারাও ক্রেতা হাতছাড়া করতে রাজি না। করোনার কারণে বিগত দেড় বছর কোন ব্যবসা করতে পারিনি।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার কারণে যাত্রীদের যাতায়াত বেশি হবে ভেবে রান্না বেশি করা হয়েছিলো শুক্রবার। কিন্তু ধর্মঘটের কারণে পরীক্ষার্থীরা আসতে পারেনি। এতে খাবারগুলো নষ্ট হয়েছে।

এদিকে একে ট্রাভেলস বাসের চালক মো. হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, বাসের চারকরা সবসময় এমস হোটেলে থেকে অল্প টাকায় খাবার খেয়ে থাকে। এসব রেস্তোরাঁ বন্ধ হয়ে গেলে আমাদের মত চালকদের ভোগান্তিতে পড়তে হবে। এছাড়া ধর্মঘটের কারণে দুই দিনের মধ্যে বেশিরভাগ রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।
 

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
জিএমএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।