ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম বাচ্চু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শনিবার (৬ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (৭ নভেম্বর) ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, তার বাড়ি জামালপুর জেলায়। রাতে একটি ট্রেনে করে  ঢাকায় আসেন তিনি। খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনটির গতি কমিয়ে দিলে ওই অবস্থাতেই তিনি ট্রেন থেকে নেমে পড়েন। এ সময় রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, ওই ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্ট বিভাগে ডেপুটি কন্ট্রোলার হিসেবে চাকরি করতেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।