ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে।
রোববার (৭ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে গুলশানের বাসায় নেওয়া হবে তাকে।
জানতে চাইলে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে মেডিকেল বোর্ড মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। তারপরেই সিদ্ধান্ত হবে। বাসায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এর আগে ১২ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে গুলশান বাসভবন থেকে স্বাস্থ্যপরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চলতি বছরের ১০ এপ্রিল খালেদা জিয়াসহ তার বাসার ৮ কর্মী করোনায় আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে থাকার পর ১৯ জুন রাতে তাকে বাসায় নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
এমএইচ/জেএইচটি