বরিশাল: বরিশালের গৌরনদীতে বিয়ের প্রলোভনে দশম শ্রেণীর ছাত্রীকে (১৫) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের পর আসামি রবিউল বেপারী (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে আসামি রবিউল বেপারী ওই স্কুলছাত্রীর প্রেমিক। বাড়ি গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে। বাবার নাম মজিবুর রহমান।
মামলার বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) গৌরনদী মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, দুই বছর আগে উপজেলার কমলাপুর গ্রামের মজিবুর রহমান বেপারীর ছেলে রবিউল বেপারীর সঙ্গে একই গ্রামের দশম শ্রেণীরেএক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে রবিউল গত শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রেমিকার বাড়ির কাছে এসে মোবাইল ফোনে কল করে তাকে (স্কুলছাত্রী) ঘরের বাইরে নিয়ে আসে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে রবিউল।
এ ঘটনায় শনিবার (৬ নভেম্বর) রাতে ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্তকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে ওই রাতেই অভিযান চালিয়ে রবিউল বেপারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রোববার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।
এসআই কামাল হোসেন জানান, এছাড়া ভিকটিমকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে সেখানেতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এমএস/এমএমজেড