ঢাকা: ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে চলমান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক সমিতি।
রোববার (৭ নভেম্বর) বিকেলে ট্রাকস্ট্যান্ডে সংবাদ সম্মেলনে তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে এবং ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে বাস, ট্রাক এবং শনিবার থেকে লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানীর প্রধান কার্যালয়ে বৈঠকে বসেছে সব পক্ষ। সভায় সেখানে বাস–মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করার কথা রয়েছে।
আর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে লঞ্চ ভাড়া নিয়ে বৈঠক চলছে। কিন্তু পণ্য পরিবহনের যানবাহনের ভাড়ার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এমআইএইচ/এএটি