ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে বন্দি এক আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
কাশিমপুর কারাগারে বন্দি এক আসামির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অস্ত্র মামলার আসামি জাহেদ আল আবেদীন ওরফে রুবেল (৪২) মারা গেছেন।

রোববার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন জাহেদ আল আবেদীন ওরফে রুবেল। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি মতিঝিল থানার অস্ত্র মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৫৩৫৮/১৯। ২০১৯ সাল থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।