ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ২১ ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
কালকিনিতে ২১ ককটেল উদ্ধার

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় সাবেক এক সেনা সদস্যের বাড়ি থেকে ২১টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে কালকিনির চর ফতেবাহাদুর গ্রামের মো. মোয়াজ্জেম হোসেন মৃধার বাড়ির একটি ঘর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

 

রোববার(৭ নভেম্বর) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ মাদারীপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর কালকিনি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিডিখান ইউনিয়নে প্রতিপক্ষকে ঘাঁয়েল করতে ককটেল মজুদ করা হয়েছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় র‌্যাব। পরে একটি ইটের দেয়াল ঘেরা টিনের ঘর থেকে ২১টি ককটেল জব্দ করা হয়।

পরে র‌্যাব-৬ খুলনা থেকে আসা বোমা ডিস্পোজাল টিম ককটেলগুলো ধ্বংস করে।  

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম জানান, এ ব্যাপারে কালকিনি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময় ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।