ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে উপস্থিত হয়ে জলবায়ু রক্ষার শপথ নিয়েছে একদল শিশু-কিশোর।
রোববার (৭ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরে এ শপথ অনুষ্ঠিত হয়।
শিশু-কিশোররা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সঙ্গে হাত তুলে এক বাক্যে উচ্চারণ করে, কার্বন কমাতে হবে, গাড়ির ব্যবহার কমাতে হবে, সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, ভোগ-বিলাস অপচয় হ্রাস করতে হবে, সাইকেলে চড়তে হবে, সবুজ রক্ষা করতে হবে এবং এভাবে পৃথিবীকে বাঁচাতে হবে।
তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে এবং সম্প্রতি গ্লাসগো’তে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের বিষয়ে গ্রেটা থানবার্গের মতো সাহসী হতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
এর আগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে ‘কার্বন কমাও, জীবন বাঁচাও’ শীর্ষক শিরোনামে এক বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন, রিয়া আক্তার, তনিমা ইসলাম, মো. ইয়াসিন সরকার, ইফফাত হূমায়েরা, ফয়সাল মাহমুদ এবং শীমু আক্তার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এসএমএকে/আরআইএস