কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ২৭ কেজি গাঁজাসহ মো. মান্নান (২৮) ও রেজাউল করিম (২৬) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (০৭ নভেম্বর) দুপুরে ভৈরব র্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মান্নান গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর এলাকার মো. লাবু মিয়ার ছেলে ও রেজাউল একই উপজেলার জোলারপাড়-নতুন বাজার এলাকার আবুল হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৭ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সিলেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকারসহ মাদক বিক্রেতা মান্নান ও রেজাউলকে আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক বিক্রেতা মান্নান ও রেজাউল দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
কেএআর