চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (০৭ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় সোনামসজিদ বিজিবি ক্যাম্পের পাশে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক জসিম পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কার্ভাডভ্যানটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বিজিবি সস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, জসিম উদ্দিন মানসিক প্রতিবন্ধী হওয়ায় একা রাস্তা পার হবার সময় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এনটি